পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনেইদ সফদর সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন বিয়ে করে। তার রাজকীয় বিয়ে নজর কেড়েছে সবার। সবচেয়ে বেশি আলোচনা বিয়েতে নিজের কণ্ঠে গাওয়া পুরনো বলিউড ছবির একটি গান ঘিরে।
জুনেইদ একদিকে যেমন রাজনীতিবিদ, অন্য দিকে উদ্যোক্তা, হর্স-রাইডার, সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। গত ২২ আগস্ট লন্ডনের একটি হোটেলে আয়েশা সইফের সঙ্গে বিয়ে হয় তার। জুনেইদ ও তার স্ত্রী দু’জনেরই পোশাক ডিজাইন করেছেন কলকাতার জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বড় ওয়েডিং কেক থেকে শুরু করে দেশি-বিদেশি নানা পদের আয়োজন ছিল বিয়েতে।