'অনাকাঙ্ক্ষিত নামকরণ' নস্যাতের সাফল্য কাহিনি

সমকাল এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের মেয়র মি. ব্রেন্ডন স্কট 'জিয়াউর রহমান ওয়ে' নামে আগে ওই শহরে যে সড়কের নামকরণ করেছিলেন, তা গত ৯ সেপ্টেম্বর নস্যাৎ করা গেছে। এটি এক গৌরবোজ্জ্বল সফলতা। কেননা, যে ব্যক্তিকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত 'ঠান্ডা মাথার খুনি', সংবিধান ও গণতন্ত্র ধ্বংসকারী এবং রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী বলে একাধিক রায়ে চিহ্নিত করেছেন, তার নামে কোনো গণতান্ত্রিক দেশে সড়ক থাকতে পারে না। সিদ্ধান্তটি এক দিনে হলেও সেই এক দিনের সিদ্ধান্ত আদায় করতে বহু দিন, গবেষণা, শ্রম এবং সুচিন্তিত পদক্ষেপ নিতে হয়েছে।


এটি স্বাভাবিক যে, যুক্তরাষ্ট্রের কোনো মেয়র সাধারণের ভাষায় লেখা কোনো প্রতিবাদের ভিত্তিতে একটি সড়কের নাম পরিবর্তনের মতো কোনো গুরুত্বপূর্ণ এবং জটিল সিদ্ধান্ত নেবেন না। সুতরাং তিনি প্রারম্ভেই বিশেষজ্ঞ মতামত, তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ এবং যুক্তিপূর্ণ উপস্থাপনা চেয়েছিলেন। তার সেই চাওয়া এবং প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে হয়েছিল আমিসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us