কোনো কোম্পানির সহযোগিতা ছাড়াই একাই বাজারে ইলেকট্রিক গাড়ি আনবে অ্যাপল। ই-কার তৈরির জন্য মার্সিডিজের দুইজন প্রকৌশলীকে নিয়োগও দেয়া হয়েছে। মার্সিডিজের মাস প্রোডাকশনের বিষেয়ে জ্ঞান রয়েছে এই দুই প্রকৌশলীর। এছাড়াও গাড়ির সফটওয়্যার ও প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়েও অভিজ্ঞ এরা। তাই এদের ওপর অনেকটাই ভরসা করেছে কোম্পানি।