ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অবহেলিত একটি গ্রামের নাম চর বানা। উপজেলায় বানা নামে রয়েছে সাতটি গ্রাম। তার মধ্যে চর বানা ছোট্ট একটি গ্রাম। স্বাধীনতার ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে গ্রামটি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অভাবে বছরের অর্ধেক সময় থাকতে হয় পানিবন্দি। শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলতেও নানা ভোগান্তি পোহাতে হয়। উপজেলা সদর থেকে গ্রামটির দূরত্ব মাত্র সাত কিলোমিটার। আয়তনও ছোট। ২২০টি পরিবারের বসবাস।