আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, দুর্যোগ জনিত সংকট মোকাবিলা করে উৎপাদন ধারাবাহিকতা বজায় রেখে অচিরেই কৃষি পণ্য রপ্তানি করব।