যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি চিড়িয়াখানায় ১৩টি গরিলার করোনা শনাক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক হঠাৎ গরিলাগুলোর কাশিসহ অন্যান্য উপসর্গ দেখতে পান। পরে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরীক্ষায় দেখা যায়, অধিকাংশ গরিলা করোনা আক্রান্ত।
গত শুক্রবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে গরিলাগুলো সার্স-কভ-২ ভাইরাস পজিটিভ। যে ভাইরাসের সংক্রমণে কোভিড হয়। তবে এখনো চূড়ান্ত ফল পাওয়া যায়নি। আইওয়া অঙ্গরাজ্যের আমেসে ন্যাশন্যাল ভেটেরেনারি সার্ভিসেস গবেষণাগারের ফলাফলের অপেক্ষায় করছেন তারা।