সরকারি নিয়ম মেনে স্কুলগুলো যেমন সব শিক্ষার্থীকে একসঙ্গে আসতে বলেনি, তেমনি অভিভাবকরাও চাইছেন আরও কিছু দিন পরিস্থিতি দেখতে। স্কুলগুলো কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলতে পারবে—সে বিষয় তো আছেই, একইসঙ্গে অনেকে ঢাকা ছেড়ে চলে গেছে বলেও জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ কারণে প্রথম দিনে উপস্থিতি একেবারেই কম।
রাজধানীর ইস্কাটনের কয়েকটি স্কুল ঘুরে দেখো গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। স্কুলের প্রধান ফটকের মুখে শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে মূল ভবনের পাশেই। শ্রেণিকক্ষে ঢোকার আগে আবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। বসানো হয়েছে শারীরিক দূরত্ব মেনে।