রেলওয়ে নিয়োগবিধি ২০২০ ‘বৈষম্যপূর্ণ’ আখ্যা দিয়ে এ নিয়োগবিধির মাধ্যমে জনবল নিয়োগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রেলওয়ে পোষ্য সোসাইটি। রোববার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ গেজেট আকারে প্রকাশ হওয়ার পর থেকে রেলওয়ের সব রেজিস্টার্ড শ্রমিক সংগঠন ও রেলওয়ে পোষ্য সোসাইটি বৈষম্যপূর্ণ এ নিয়োগবিধিমালার বিভিন্ন বিষয়ের উপর আপত্তি ও সংশোধনের দাবি জানিয়ে আসছে।