‘আজ কলেজে ক্লাস হলো অথচ আমি আসতে পারলাম না৷ ঢাকায় মেসে থাকার সামর্থ্য আমার নেই৷ তাই কলেজ খুললেও ক্লাসে আসতে পারিনি৷’
নেত্রকোনা থেকে ফোনে জাগো নিউজকে কথাগুলো বলছিলেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিম হাসান৷ তিনি ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী৷
তামিম বলেন, ‘ঢাকা কলেজে ভর্তির প্রধান উদ্দেশ্য ছিল স্বল্প খরচে পড়ালেখা করা৷ আবার শিক্ষার মানও অনেক ভালো৷ এখন হল না খুলে সশরীরে ক্লাস শুরু হয়েছে৷ কী করবো? আমার তো ঢাকায় থাকার কোনো জায়গা নেই৷’
শুধু তামিম হাসান নয়, হল না খুলে সশরীরে ক্লাস শুরু হওয়ায় এমন ভোগান্তিতে পড়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত আরও অনেক শিক্ষার্থী৷