শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করেছে আনন্দিত শিক্ষার্থীরা, তকে স্কুল গেইটে অভিভাবকদের জটলা ভাবাচ্ছে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের। করোনাভাইরাসের মহামারীর মধ্যে দীর্ঘ দেড় বছর পর রোববার সকালে খুলেছে স্কুলের ফটক। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে স্কুলে এসেছে ছাত্রছাত্রীরা।বহুদিন পর সহপাঠী ও শিক্ষকদের পেয়ে তারা খুব খুশি।