বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে আজ থেকে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখেই পাঠদানে অংশ নেয় শিক্ষার্থীরা।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের বড় ধরনের জটলা দেখা গেছে। তাই বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।