গত দুই প্রজন্মের কাছে ‘ফেলুদা’ নামটা উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সুখ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রে এতটা নিরঙ্কুশ জনপ্রিয়তা এখনও পর্যন্ত আর কোনো অভিনেতার ভাগ্যেই জোটেনি।
এই ফেলদুার যিনি স্রষ্ঠা, বাংলার সাহিত্যের খাতিরে, বাঙালির সংস্কৃতির খাতিরে কলকাতায় সেই সত্যজিত রায়ের একটি মিউজিয়াম অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন সব্যসাচী। এই প্রথম কোনো সংবাদমাধ্যমের কাছে তার বহুদিনের ইচ্ছার কথা প্রকাশ করলেন পর্দার ‘ফেলুদা’।