বরিশাল, কুমিল্লা, ঠাকুরগাঁও ও খুলনায় বিমানবন্দর থাকার পরও সেগুলো পুরোপুরি সচল না থাকার বিষয়টি দুঃখজনক। যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম রূপে পাকিস্তান আমলে এয়ার স্ট্রিপ হিসাবে বরিশাল বিমানবন্দরের যাত্রা শুরুর পর প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও একই জায়গায় পড়ে আছে বিমানবন্দরটি। দৈনিক ৭-৮টি ফ্লাইট চলাচল করলেও বিমানবন্দরটি আধুনিকীকরণের কাজ রহস্যজনক কারণে থমকে আছে। অন্যদিকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও বিমানবন্দরটি দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। বিমানবন্দরটি চালু হলে সেখানকার ১৩ উপজেলার মানুষ বিড়ম্বনা থেকে রেহাই পাবেন। সর্বোপরি এ অঞ্চলে বিনিয়োগে উৎসাহী হবেন ব্যবসায়ীরা।