আফগানিস্তান নিয়ে সব বুদ্ধিবৃত্তিক কসরত শেষ হয়েছে। এসব প্রচেষ্টার মধ্য দিয়ে প্রকৃত সত্যটা চাপা দেওয়া যায়নি। দ্বিতীয় তালেবানের আখ্যান পুরোনো তালেবানের আকাঙ্ক্ষার বেদিতে বলি হয়েছে। এটি পশ্চিম ছাড়া আর কারও কাছেই অবাক হওয়ার মতো কোনো ব্যাপার ছিল না। বিশেষ করে আমেরিকা এখন অবাক হওয়ার চর্চা করছে। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে এবং অন্য প্রভাবশালী নেতাদের নিয়ে আফগানিস্তানে একটি কট্টরপন্থী অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।