কলেজে প্রবেশ করে কিছুটা এগোলেই চোখে পড়ল এলোমেলো করে অনেকগুলো বেঞ্চ একসঙ্গে রাখা। মনে হলো, কাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবে বেঞ্চগুলো এভাবে রাখা হয়েছে, যাতে সেখান থেকে নিয়ে শ্রেণিকক্ষে সাজানো যায়। ভেতরে প্রবেশ করে দেখা গেল, মিলনায়তনে চলছে আলোকসজ্জাসহ সাজসজ্জার কাজ। মনে হলো, কাল খোলা উপলক্ষে কোনো অনুষ্ঠানের প্রস্তুতির জন্য এমনটি করা হচ্ছে। কিন্তু ভেতরে একপাশে রান্নার বড় আয়োজন দেখে খটকা লাগল।