গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৩টি প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য প্রস্তুত থাকলেও বাকি ১৯টি প্রাথমিক বিদ্যালয় বন্যার কবলের কারণে চালু করা যাচ্ছে না।
উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোথাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ১০৩টি বিদ্যালয়ের ভবন, বেঞ্চ, জানালা-দরজা মেরামত, রং করা, বেসিন স্থাপনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে উপজেলার ঢালজোড়া, মধ্যপাড়া, মৌচাক, চাপাইর, আটাবহ ইউনিয়নের ১৯টি বিদ্যালয়ের মাঠে বর্ষার পানি জমে থাকার কারণে কর্তৃপক্ষ বিদ্যালয় চালু করতে হিমশিম খাচ্ছেন।