ভোটের হাওয়া লাগলো মাঠে

বাংলা ট্রিবিউন তুষার আবদুল্লাহ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬

ভাদ্রের শুরুর দিনগুলো আকাশ মেঘ রোদ্দুর আর গোধূলির রঙে মাতিয়ে রাখলেও, উদার ছিল না হাওয়া বিলাতে। শেষ দিকে এসে উষ্ণতার মাঝেও একটু একটু হাওয়া ছাড়তে শুরু করেছে। কাশফুলের দুলুনি চোখে পড়ছে। শারদীয় হাওয়া যখন বইতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তেই ভোটের হাওয়ার পরশ পেলাম।


সরকারি দল থেকে ঘোষণা এসেছে দলের নেতা কর্মীদের প্রতি– দুই বছর বাদে যে জাতীয় নির্বাচন আসছে, তার জন্য তৈরি হওয়ার। বাংলাদেশের রাজনীতিতে ভোট বরাবরই উৎসবের ছিল। নির্বাচন উদযাপন করার জন্য ভোটাররা বরাবরই মুখিয়ে থাকেন। সেই ভোট ইউনিয়ন পরিষদের হোক, অথবা হোক জাতীয় নির্বাচন। ভোটাররা নির্বাচন সহায়ক জলবায়ু পেলে ভোটকেন্দ্রে যাবেনই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us