পাহাড় কেটে সরকারি অফিস নির্মাণ: ঠিকাদারের বিরুদ্ধে মামলা

ডেইলি স্টার প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৫

চট্টগ্রামে পাহাড় কেটে সরকারি অফিস নির্মাণের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শুক্রবার রাতে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এ খুলশী থানায় এই মামলা হয়।


পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম (মেট্রো)-এর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী দ্য ডেইলি স্টারকে বলেন, খুলশীর জাকির হোসেন রোড এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস নির্মাণের কাজ পাওয়া এম/এস মহসিন অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী মো. মহসিনকে মামলায় আসামি করা হয়েছে।


তিনি বলান, গত আগস্ট মাসেও প্রতিষ্ঠানটি পাহাড় না কাটার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা সেপ্টেম্বর মাসে ৪ হাজার বর্গফুট পাহাড় কেটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us