নেশার টাকা জোগাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়েছে ছিনতাইকারীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) আবু মারুফ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিফাত হোসেন আলিফ জানিয়েছেন নেশার টাকা জোগাতেই তারা এসব কাজ করেন।