এই গ্রীষ্মে অনেকটা নিরবেই চ্যাটিং হিস্ট্রি ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনার পরীক্ষা শুরু করেছিলো হোয়াটসঅ্যাপ। এবার সে ফিচারটি আনুষ্ঠানিকভাবে এসেছে বলে জানিয়েছে তারা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সব ব্যবহারকারী এখন তাদের চ্যাটিং হিস্ট্রির ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। ২০১৬ থেকেই এনক্রিপশন সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। কিন্তু ব্যাকআপের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ছিলো না এতোদিন।