সন্দ্বীপে আমার গ্রাম থেকে পরিচিত জনৈক পল্লিচিকিৎসক মুঠোফোনে জানতে চাইলেন, তাঁরা কি নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না! কণ্ঠে ছিল উদ্বেগ ও হতাশা, সমাজে মানহানির ভীতি। ইতিমধ্যে সংবাদমাধ্যমে জানতে পারি, সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিভাগ একটি মামলায় রায় দিয়ে বলেছেন, কেবল এমবিবিএস চিকিৎসকেরা নামের আগে ডাক্তার (ডা.) ব্যবহার করতে পারবেন। সংবাদটি আমাকেও খানিকটা মর্মাহত করেছিল। রায়টির অনুলিপি সংগ্রহের পর পাঠ করে দেখলাম, মামলাটি খারিজ হয়েছে এবং এমবিবিএস ছাড়া আর কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না মর্মে কোনো আদেশ হয়নি। তবে মাননীয় আদালত সরকারের বিবেচনার জন্য রায়ের শেষাংশে কিছু পরামর্শ রেখেছেন।
মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ১৯৮০-তে এমবিবিএস চিকিৎসকেরা ব্যতীত আর কেউ নামের আগে ডা. সম্ভাষণ বা পদবি ব্যবহার করতে পারবেন না মর্মে কোনো বিধান ছিল না। ২০১০ সালের নতুনভাবে প্রতিস্থাপিত আইনের ২৯(১) ধারায় একটি বিধান করা হয়েছে। ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। বিধানটি কেবল অ্যালোপ্যাথি ধারার চিকিৎসকদের জন্য প্রযোজ্য হবে বলে মনে হচ্ছে।