পিরোজপুরভিত্তিক এমএলএম কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানকে গ্রেপ্তার করে র্যাব বলেছে, একসময় ৯০০ টাকা বেতনে একটি এমএলএম কোম্পানিতে চাকরি করতেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন ১৭টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর এসব প্রতিষ্ঠানে শরিয়তসম্মত সুদবিহীন বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
প্রতারণা ও জালিয়াতি করে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাগীব আহসান ও তাঁর ভাই আবুল বাশার খানকে গ্রেপ্তার করে র্যাব। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের কর্মকাণ্ড তুলে ধরেন র্যাবের কর্মকর্তারা।