চট্টগ্রাম নগর ও ফেনী সদর এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে ১২টি ফার্মেসিকে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রাম নগর ও ফেনী সদর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নকল, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন বিদেশি ও সরকারি ওষুধ বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ মজুদ করছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।