রাজস্ব ফাঁকি রোধে সন্ধ্যার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা পচনশীল পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যার পর পণ্য খালাসের ক্ষেত্রে কিছু ব্যবসায়ীর অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এ সিদ্ধান্তের কারণে দিনের দিন পণ্য খালাস নিতে না পারায় গরমে বেশিরভাগ পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।