মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি অবৈধ চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে রুস্তম আলী নামের এক ব্যসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই জাল জব্দ করে ধ্বংস ও জাল বিক্রেতাকে কারাদণ্ড প্রদান করেন।