ঘোরার উদ্দেশ্যে কয়েক দিন আগে খুলনার উপকূলীয় এলাকা কয়রা গিয়েছিলাম। দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু পর্যটকের চোখ দিয়ে দেখার পাশাপাশি বেশকিছু বিষয় সামনে এলো। প্রাকৃতিক কারণেই এখানকার মানুষের জীবন অনেক কষ্টের, তা বলার অপেক্ষা রাখে না। তবে নানাদিক চিন্তা করলে মনে হয়, প্রকৃতির পাশাপাশি কিছু দুর্ভোগের দায় তো নিজেদেরও!
বর্ষা শেষ হলেও ভাদ্র-আশ্বিনে বৃষ্টি ভালোই চমক দেখায়। এই সময়ে ৬ নম্বর কয়রা এলাকার মুন্ডাপাড়ার প্রায় সব বাড়ির উঠোনের খানিকটা ছাড়া পুরো এলাকা ডুবে থাকে পানিতে। সুন্দরবন ঘেঁষা এলাকা হওয়ায় কেওড়া, গোলপাতা জন্মে বাড়ির কোল ঘেঁষে। ঘরের কাজ শেষে নারী-পুরুষ নির্বিশেষে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। কেউ মাছ ধরে, কেউ গোলপাতা বা কেওড়া ফল সংগ্রহ করে। আর বর্ষা বলে কাঁকড়া খুঁজতে বেশিদূর যেতেও হয় না। সুযোগ বুঝে বাড়ির পাশেই অনেকে বড়শি ফেলে রাখে। তাতে মিলেও যায় কিছু কাঁকড়া।