পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তার জন্য একটি স্থায়ী তহবিল চায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু অর্থ মন্ত্রণালয় এতে রাজি নয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগটি অবশ্য অন্য দুটি বিষয়ে বিনিয়োগকারীবান্ধব সিদ্ধান্ত নিয়েছে। যেমন এই তহবিল থেকে শুরুর দিকে যাঁরা ঋণ নেন, তাঁরা ১২ কিস্তিতে সুদসহ তিন বছরে তা পরিশোধের সুযোগ পান। কিন্তু শেষ দিকে ঋণ নিলে তা পরিশোধে পুরো তিন বছর সময় পাওয়া যায় না। তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, তহবিলটি থেকে নেওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণ পরিশোধের সময় হবে পাঁচ বছর। এ ছাড়া তহবিলের মেয়াদও পাঁচ বছর বাড়ানো হবে।