ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে কামাল ইবনে ইউসুফ চুনাঘাটা থেকে গণসংযোগ শেষে আদমপুর বাজারে যান। তার সাথে অপর একটি গাড়িতে নেতাকর্মীরা ছিলো। তিনি সেখানে গণসংযোগ শেষে মোহাম্মদপুর বাজারের উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পর তার বহরের সাথে থাকা অপর গাড়িটিতে চড়ে কর্মীরা মোহাম্মদপুর বাজারের দিকে রওনা হলে সেখানে ছাত্রলীগ নেতা জনি গাড়ির চাবি কেড়ে নেন।