দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো গানের নতুন আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জে এবারের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। বিজ্ঞাপন গেল বৃহস্পতিবার ছিলো পিয়ানো লাউঞ্জের প্রথম পর্ব।