একটি দেশ মাথাপিছু আয়ের বিচারে উচ্চ অবস্থানে থেকেও মানব উন্নয়ন সূচকে পড়ে থাকতে পারে অনেক নিচে। অর্থনীতির চালিকাশক্তি নবায়নের জন্য প্রয়োজন হয় দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি এবং যথাযথ প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত ভিত্তি। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে যার পেছনে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে এ দেশের এক বিপুল জনগোষ্ঠী। যারা বিদেশে কাজ করছে এবং একই সঙ্গে কাজ করছে দেশীয় শিল্প-কারখানায়। অন্যদিকে দেশের শত শত বেকার যুবক যখন সমুদ্র পাড়ি দিয়ে বা অবৈধ পন্থায় কাজের খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছে, সেই একই সময়ে দেশে দক্ষ কর্মীর স্থান পূরণ করছে হাজার হাজার বিদেশি কর্মী।