পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সরকারি হিসাবে বাংলাদেশে বনভূমির পরিমাণ কমবেশি ১৫ শতাংশ। বেসরকারি বিভিন্ন সংস্থার মতে, বনভূমির পরিমাণ ৬ থেকে ৭ শতাংশ, যার এক-তৃতীয়াংশ আবার দখল হয়ে গেছে। এর সঙ্গে নানা উপায়ে বন উজাড় অব্যাহত রয়েছে। বন উজাড়ের এ অপপ্রক্রিয়া অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বনশূন্য হয়ে পড়বে, এমন আশঙ্কা অমূলক নয়।
বাংলাদেশে বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে বন বিভাগ। বন উজাড় প্রশ্নে তারা বরাবরই দাবি করে থাকে, পর্যাপ্ত জনবলের অভাবে সঠিকভাবে বনভূমি রক্ষণাবেক্ষণ করতে পারে না। অসাধু ব্যক্তিরা তাদের দৃষ্টির বাইরে থেকে বন উজাড় করে। বন বিভাগের এ যুক্তি একেবারেই অসার নয়। আমরা জানি, শুধু বন বিভাগ নয়, সরকারি প্রায় সব দপ্তর ও বিভাগেই জনবল সংকট প্রবল। তবে প্রশ্ন হলো, বন বিভাগের জনবল এবং সক্ষমতা আছে- তা বন উজাড় রোধে কি নূ্যনতম ভূমিকা রাখছে?