মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে নজর কাড়লেও এখন সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ। করোনাকালেও তিনি অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নাটক সিনেমায় সমান্তরাল অভিনয় করলেও গত কিছুদিন থেকে শুধু সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। বর্তমানে ছয়টি সিনেমার কাজ রয়েছে তার হাতে।
এগুলো হলো বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’, সাইফ চন্দনের ‘পোস্টার’, রাশেদ রাহার ‘ডোম’, আরিফ খানের ‘ দোলাচল’,অনন্য মামুনের ‘অমানুষ’, হাবিবুর রহমানের ‘জলকিরন’।
এছাড়া চলতি মাসেই রানা ইব্রাহিম নামের এক পরিচালকের নতুন একটি সিনেমার কাজও শুরু করবেন।