অস্বচ্ছতার সঙ্কট

আনন্দবাজার (ভারত) সম্পাদকীয় প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৮

চাকুরিতে বদলি অপেক্ষা মৃত্যুও ভাল, এমন চিন্তা কী করিয়া প্রবল হইল? বদলির আদেশ পাইয়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বিষপান, ও মেডিক্যাল কলেজের এক শিক্ষক-চিকিৎসকের আত্মহননের সংবাদ রাজ্যকে আন্দোলিত করিয়াছে। প্রশ্ন উঠিয়াছে, এই শিক্ষকেরা কী করিয়া কর্মক্ষেত্রে এতই নাচার হইয়া পড়িলেন যে, আপন জীবননাশ করিয়া মুক্তি খুঁজিবার চেষ্টা করিলেন? তাঁহাদের বদলির প্রক্রিয়ার মধ্যে কি তবে কোনও অন্যায্যতা রহিয়াছে? এই রাজ্যে ‘বদলিনীতি’ লইয়া অভিযোগ কম উঠে নাই।


কাগজে-কলমে বদলির নীতি যাহাই থাক, বিভিন্ন সরকারি দফতরে বস্তুত স্বজনপোষণ এবং দুর্নীতির দ্বারাই বদলি নির্ধারিত হয়, এই ধারণা ক্রমশ শক্তি সঞ্চয় করিতেছে। সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে বিভিন্ন শ্রম সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট একটি চিঠি পাঠাইয়া বদলিতে স্বচ্ছতা দাবি করিয়াছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দাবি করে। আনুগত্যের পুরস্কার, বিরোধিতার শাস্তি, অথবা সরাসরি উৎকোচ প্রদান দ্বারা বদলি নির্ধারিত হইতেছে, এমন অভিযোগ বার বার সংবাদে আসিয়াছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us