কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। জনবহুল এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষি। কৃষির সঙ্গে অনেক শিল্পের রয়েছে নিবিড় সম্পর্ক। কর্মসংস্থানের ক্ষেত্রেও কৃষির ভূমিকা অগ্রগণ্য। কৃষি চেতনাকে ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ছড়িয়ে দিয়ে কৃষির অফুরন্ত শক্তি, সম্ভাবনা ও সামর্থ্যকে জাগিয়ে তোলার এক অসাধারণ আয়োজনে নিজেকে নিবেদন করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
চার দশক ধরে টেলিভিশন মাধ্যমকে কাজে লাগিয়ে দেশজুড়ে তার অবিরাম ছুটে চলা। কৃষিকে গণমানুষের ভাবনায় যুক্ত করার ক্ষেত্রে তার নিরলস, সৃজনশীল ও বহুমাত্রিক কর্ম-প্রয়াস তাকে শুধু কৃষি সাংবাদিকতা নয়, বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে।