শিশু শ্রেণির অর্থনীতি ক্লাসে আমাদের শিক্ষকেরা আমাদের এবং আমরা আমাদের ছাত্রদের ‘উৎপাদন সম্ভাবনা বক্ররেখা (প্রোডাকশন পসিবিলিটিজ কার্ভ)’ শিখিয়েছেন ও শিখিয়েছি। যার মূলকথা হলো বিদ্যমান সম্পদ ও প্রযুক্তি দিয়ে আপনি একটি নির্দিষ্ট সর্বোচ্চসংখ্যক কেবল মাখন অথবা কেবল বন্দুক উৎপাদন করতে পারেন। আবার চাইলে কিছুসংখ্যক মাখন ও কিছুসংখ্যক বন্দুকের সমাহার উৎপাদন করতে পারেন। এ নিয়ম সম্পদশালী ও প্রযুক্তিতে প্রাগ্রসর যুক্তরাষ্ট্র অথবা সম্পদ-দরিদ্র এবং প্রযুক্তিক্ষেত্রে পশ্চাৎপদ দক্ষিণ সুদান উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য।
রেখাটির অবতল (কনকেভ) আকৃতি এটা নির্দেশ করে যে আপনি ক্রমাগতভাবে বন্দুক উৎপাদন বাড়াতে চাইলে অধিকতর হারে মাখন উৎপাদন কমাতে হবে। আবার ক্রমাগতভাবে মাখন উৎপাদন বাড়াতে চাইলে অধিকতর হারে বন্দুক উৎপাদন কমাতে হবে। কেবল দুই পণ্যের এ অর্থনীতিতে বলা যায় মাখন হচ্ছে শান্তি ও সুস্বাস্থ্যের প্রতীক পণ্য। আর বন্দুক হচ্ছে যুদ্ধ ও সংঘাতের প্রতীক পণ্য।