আদিম যুগে জীবনের নিরাপত্তার জন্য গুহার মধ্যে মানুষ বসবাস করলেও এখন আধুনিক দালান কোঠাই সবার বসবাসস্থল। তবে ফের গুহামানব হওয়ার সুযোগ পুনরায় নিয়ে এলো মেক্সিকো। দেশটির এক আদিম গুহায় বসানো হয়েছে বিলাসবহুল এক রেস্তোরা। খবর আনন্দবাজার পত্রিকা। জানা যায়, গুহার মধ্যে থাকা সেই রেস্তোরাঁর নাম লা গ্রুটা। পাথরের সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয় সেখানে।