ঢাকাই সিনেমায় সালমান শাহের পথচলা শুরু ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। ১৯৮৮ সালে বলিউডে মুক্তি পাওয়া ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটির স্বত্ব কিনেছিল বাংলাদেশের আনন্দমেলা লিমিটেড। সেই সিনেমার নায়ক হতে বলিউডের সিনেমাটি ২৭ বার দেখেছিলেন সালমান শাহ। এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহকে নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা নির্মাণ করা পরিচালক সোহানুর রহমান সোহান জানিয়েছেন, “আমরা একটা রোমান্টিক সিনেমা করতে চেয়েছিলাম। তখন আনন্দমেলা লিমিটেড বোম্বে থেকে পাঁচটি সিনেমার রাইট নিয়ে আসে।