চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ান জানালো, রোববার দেশটির প্রতিরক্ষা বলয়ের মধ্যে আবারও চীন সামরিক যুদ্ধবিমান উড়িয়েছে। খবর বিবিসির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯টি পারমাননিবক বোমারু বিমান প্রবেশ করে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে(এডিআইজেড)। সামরিক যোদ্ধারাও ছিলেন এসব বিমানে।