বাংলাদেশে করোনার টিকাদান চলছে। এত দিন আঠারো এবং তদূর্ধ্ব বয়সীদের টিকা দেওয়া হচ্ছিল। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী বারো থেকে সতেরো বছর বয়সের শিশুদের টিকাদানের সিদ্ধান্ত জানালেন। বিষয়টি নিয়ে জনমনে দোলাচল তৈরি হয়েছে। অভিভাবকরা দ্বিধাগ্রস্ত ও উদ্বিগ্ন। প্রশ্ন উঠে এসেছে, করোনার টিকা কি শিশুর জন্য নিরাপদ? দিতে হলে কোন টিকা দেব? করোনা প্রতিরোধে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোভ্যাক এবং সিনোফার্মের তৈরি টিকা ব্যবহার করা হচ্ছে।