মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।’ আর তারপর ২৪ ঘণ্টাও পার হয়নি এরমধ্যেই ঘোষণা এসেছে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। অথচ বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে খুলে দেওয়া হবে এবং তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শেষ করা হবে।