করোনা অতিমারির মধ্যেই আরেকটি স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে গড়ে ভর্তি হচ্ছে আড়াই শ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ঢাকার ৪১টি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে ২৫০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী আছে এক হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছে ১৪১ জন। এই বছর ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এবং ৪৫ জন মারা গেছে। ঢাকার ৪১টি হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালে ও বাসায় রোগী আছে এর প্রায় তিন গুণ। সরকারি হিসাব অনুযায়ী শুধু আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় সাত হাজার ৬৯৮ জন এবং মারা গেছে ৩৩ জন।