বাল্যবিবাহ বন্ধের লক্ষ্য অর্জনে পিছিয়ে দেশ

প্রথম আলো প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২১

বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। করোনা মহামারি এর অন্যতম কারণ। তবে করোনার সময় সারা দেশে কত বাল্যবিবাহ হয়েছে বা বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যমাত্রা অর্জন থেকে দেশ কতটা পিছিয়ে পড়ছে, তার হিসাব দিতে পারেনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদন এই লক্ষ্য থেকে পিছিয়ে পড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।


বাল্যবিবাহ নিরোধে নেওয়া জাতীয় কর্মপরিকল্পনায় সরকার ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে শূন্যের কোঠায় নামানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। বছরের আর তিন মাস বাকি। এ অবস্থায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একইভাবে গত বছরের অগ্রগতি বা অবনতির তথ্যও জানা সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ জরিপ (মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯-এমআইসিএস) বলছে, দেশে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ১৫ দশমিক ৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us