ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে মানুষের ভোগান্তি আগামী বর্ষায় থাকবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীর চেরেগালী এলাকায় বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।বিআরটি প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২৭ শতাংশ জানিয়ে তিনি বলেন, বিআরটি প্রকল্পের কাজের জন্য গাজীপুরসহ উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্ট করেছেন।