উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যমুনা, ইছামতি, করতোয়া, ফুলজোড় ও বড়ালসহ সকল নদ-নদীর পানি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলের ফসলের মাঠ তলিয়ে গেছে। এছাড়া নিচু এলাকার বাড়িঘরেও পানি প্রবেশ শুরু করেছে। এতে জেলার ৫টি উপজেলার অন্তত ৪০টি ইউনিয়নের এক লাখেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে মানবেতন জীবন যাপন করছে।