গতকাল বুধবার হয়ে গেল বিসিবির ১১তম বোর্ড সভা। বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে শুরু করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির বিষয়সহ নানা আলোচনা হয়। বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। বিসিবির নির্বাচনের জন্য আইসিএবি'র (ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।