অন্যের হয়ে আরেকজন পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ার খবর হরহামেশাই শোনা যায়। কিন্তু এবার আদালতে আসল আসামির বদলি হাজিরা দিতে গিয়ে ধরা পড়েছেন পাঁচ ব্যক্তি। গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের নান্দাইল থানার একটি মারামারির মামলায় ওই ব্যক্তিরা 'প্রক্সি' দিতে গিয়েছিলেন। ধরা পড়ার পর তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।