ভরা মৌসুমে জলরাশি। আর শুষ্ক মৌসুমে বালুচর, কাঁশবন। এটিই রাজশাহীর পদ্মা তীরের রূপ। এই দৃশ্য অবলোকন করতে প্রতিদিনই পদ্মাপাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। তাঁদের বিনোদনের মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে নগরীর পাঠানপাড়া এলাকার নদী তীরে মরমী সাধক লালন শাহ্’র নামে একটি পার্ক করেছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
এরপর দিনে দিনে পার্কের প্রায় পুরোটিই হয়ে গিয়েছিল বেদখল। কাঁটা তারের বেড়া ভেঙে স্থানীয় বাসিন্দারা পার্কের এখানে-ওখানে করেছিলেন গোয়াল ঘর। এই পার্কটি অবশেষে দখলমুক্ত হচ্ছে। সেখানে উন্নয়ন কাজ শুরু করেছে রাসিক। এতে ব্যয় হচ্ছে ২ কোটি ৮৮ লাখ টাকা। কাজ শুরুর পর ইতিমধ্যে পার্কের অনেক অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। ফলে পদ্মাপাড়ে আবার প্রাণ ফিরছে।