পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, জলীয়বাষ্প ইত্যাদি গ্যাস দায়ী। অতিরিক্ত তাপমাত্রা বাড়ার ফলে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের গুণাগুণও নষ্ট হচ্ছে। সেই সঙ্গে দেখা দিচ্ছে বন্যা, দাবানল, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, মেরু অঞ্চলে বরফ গলন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, ইকোসিস্টেম বিনষ্টিকরণ, জীববৈচিত্র্য হ্রাস, কর্মসংস্থান হ্রাস, সংক্রামক ব্যাধির আবির্ভাব, ঋতুর চরিত্র পরিবর্তন ইত্যাদি ঘটনা বাড়ছে।
তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসকে বায়ুমণ্ডল থেকে অপসারণ করার জন্য অনেক রকমের পদ্ধতি ও প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার করা শুরু হয়েছে। কার্বন অফসেট পদ্ধতি সাম্প্রতিককালের সবচেয়ে গ্রহণযোগ্য একটি পন্থা।