আফগানিস্তানে বিমানবন্দর বন্ধ থাকায় দেশটি থেকে পালানোর চেষ্টারত লোকজন সীমান্তগুলোতে গিয়ে জড়ো হচ্ছেন।
তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে প্রশাসনিক শূন্যতা দেখা দিয়েছে আর মানবিক সংকটের শঙ্কার মধ্যে কীভাবে সাড়া দেওয়া যায় তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বিদেশি দাতারা।
যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ব্যাংক, হাসপাতাল ও সরকারি প্রশাসন সচল রাখায় মনোনিবেশ করছে তালেবান।
এর মধ্যেই বুধবার ব্যাংকগুলোতে লম্বা লাইন দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।