আজকের দিনে ইন্টারনেট আমাদের নিত্যদিনের সঙ্গী। বিনোদন, পড়াশুনা, ব্যবসা কিংবা চাকরি সবকিছুই ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। তাই আমরা বাসা, অফিস কিংবা রাস্তায়, যেখানেই থাকি সারাক্ষনই ওয়াইফাই বা মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকি।
যখন আমরা কোন আত্বীয় কিংবা বন্ধুর বাসায় যাই, তখন আমরা প্রায় সকলেই অহরহ
যেই কাজটি করি, তাহলো আত্বীয় বা বন্ধুর কাছে ওয়াইফাই’র পাসওয়ার্ডটা চাই এবং আত্বীয় বা বন্ধুও পাসওয়ার্ড শেয়ার করেন। একটা একদমই উচিত না। অন্যের ওয়াইফাই’র পাসওয়ার্ড চাইবেন না এবং নিজের ওয়াইফাই’র পাসওয়ার্ডও অন্যের সাথে শেয়ার করবেন না। বাসা বা অফিসের বাইরে থাকলে, প্রয়োজনে মোবাইল ডাটা ব্যবহার করুন। এবার আসি, কেনো ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন না?